প্রেস উইং জানায়, স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট মো. আবু তৈয়বের কাছে দুপুরে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়া হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে শুভেচ্ছা জানানোর তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট মো. আবু তৈয়বের কাছে দুপুরে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়া হয়।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।